
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: নেটপাড়ায় ফের বিতর্কের ঝড় তুললেন ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস। ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তানকে উদ্দেশ্য করে এক ইনস্টাগ্রাম বার্তা পোস্ট করেছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল সম্ভবত শান্তির বার্তা দেওয়া, কিন্তু ফল হল একেবারে উল্টো। মুহূর্তে ট্রোল, ক্ষোভ, বিদ্রুপে ভরে উঠল নেটপাড়া। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পোস্টটি তিনি মুছে ফেলতে বাধ্য হন।
সেই পোস্টে রণবীর লেখেন, “আমার প্রিয় পাকিস্তানি ভাই-বোনেরা, আমি জানি অনেক ভারতীয় আমার উপর রেগে যাবেন তবু বলাটা দরকার—আমার অন্তরে তোমাদের প্রতি ঘৃণা নেই। আমরাও চাই শান্তি। যখনই পাকিস্তানিদের সঙ্গে দেখা হয়েছে, ভালবাসা পেয়েছি।”
I always believe everybody deserves a second chance ...we did with this guy too...but #beerbicep #RanveerAllahbadia does not deserve any sympathy hereafter. Boycott his podcast https://t.co/attj3zM05v
— AB RAVI (@abravi1) May 11, 2025
তবে এখানেই থেমে থাকেননি এই বিতর্কিত ইউটিউবার। আরও লেখেন— “তোমাদের দেশ সরকার নয়, চালায় সেনা ও গোপন গোয়েন্দা সংস্থা আই এস আই (ISI)। সাধারণ পাকিস্তানিদের মনেও আছে শান্তির স্বপ্ন। কিন্তু এই দুই ‘ভিলেন’ স্বাধীনতার পর থেকেই তোমাদের অর্থনীতি ধ্বংস করে চলেছে। ভারতেও তারাই ঘটিয়ে চলেছে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলা।”
এরপর একাধিক “প্রমাণ” উল্লেখ করে তিনি লেখেন—
ধৃত সমস্ত জঙ্গিরাই পাকিস্তানের নাগরিক।
পাকিস্তানের সামরিক কর্তা হাজির ছিলেন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতার ভাইয়ের অন্ত্যেষ্টিতে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোদ স্বীকার করেছেন রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসের কথা।
তিনি যোগ করেন, “আমরা ঘৃণা ছড়াতে চাই না। কিন্তু ভারতের লড়াই সাধারণ পাকিস্তানির সঙ্গে নয়, বরং ISI ও পাক সেনার সঙ্গে। ইনশাল্লাহ, দীর্ঘমেয়াদে যেন শান্তি ফিরে আসে।”
কিন্তু নেটিজেনদের একাংশ এই বার্তাকে বলছেন ‘টোন-ডেফ’—অর্থাৎ, সময় ও পরিস্থিতি বুঝে না বলা। কেউ বলছেন, “এত বিতর্কের পরও শিক্ষা হয়নি?” কেউ আবার সরাসরি বয়কটের ডাক দিয়েছেন— “দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। এবার আর নয়। বিয়ার বাইসেপস-এর পডকাস্ট বয়কট করুন!”
এই প্রতিক্রিয়ার পর রণবীর ফের ভিডিও পোস্ট করে বলেন—“ভুল খবর ছড়াবেন না”, এবং আবারও পাকিস্তানের সন্ত্রাসে জড়িত থাকার প্রসঙ্গ তোলেন। কিন্তু ততক্ষণে বিতর্কের দাবানলের আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
প্রাণনাশের হুমকির পর ফের বিপদে সলমন! নিরাপত্তা বলয়কে তোয়াক্কা না করে সোজা 'ভাইজান' বাড়িতে ঢুকল কারা?
বিবাহবিচ্ছেদের গুজবের মাঝেই কান-এ ঐশ্বর্যর সিঁথিতে সিঁদুর, তা দেখে পোস্টে কী বলতে চাইলেন অমিতাভ?
তিন কথক, তিন ভৌতিক কাহিনি, এক অদ্ভুত সন্ধ্যা—‘ভূতপূর্ব’-এ এক ফ্রেমে ভয় ও সাহিত্য
মা হওয়ার পরেই বলিউড ছাড়ছেন আথিয়া! জল্পনায় সিলমোহর দিয়ে কী বললেন বাবা সুনীল শেট্টি?
দক্ষিণেশ্বরেই শুরু ‘মা’র যাত্রা, নয়া ছবি প্রচারের আগে ভবতারিণীর কাছে পুজো দিতে শহরে হাজির কাজল
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!